Featured Post
আত্মা- Soul (নফস ও রুহ)মানুষের
রহস্যময় আত্মা এবং আরও রহস্যময় ও অদৃশ্য মহান স্রষ্টা ‘আল্লাহ’ সম্পর্কে
নানা তথ্য গোটা কুর’আন শরীফে ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব তথ্য একত্রিত করা এবং
মহান রবকে আরও ভালভাবে জানার জন্য পদ্ধতিগতভাবে চিন্তা করা হয়েছে
ধারাবাহিক এ প্রবন্ধে। মানব-আত্মার
গঠন, প্রকৃতি, উদ্দেশ্য বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়- তার সঙ্গে কুর’আনে
বর্ণিত ‘সামাওয়াত ওয়াল-আরদ’ এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ‘সামাওয়াত ওয়াল-আরদ’
এর বাংলা- মহাকাশ ও যমিন। তাই
এখানে সংক্ষেপে মহাবিশ্ব নিয়ে আলোচনা করা হলো এবং প্রাসঙ্গিকভাবে মানুষ,
জ্বিন ও ফেরেশতারা চলে এসেছে। কারণ, তারাও এই �
Read more 507
গুরু নাম আল্লাহর একত্ববাদের নাম।
আল্লাহর গুণবাচক নাম গুরু। (রহমান, ৪ আয়াত) কীভাবে গুরু নামটি
আল্লাহর একত্ববাদের নাম হল? তবে তার আগে জানতে হবে একত্ববাদের দ্বীন কী?
আল্লাহর একত্ববাদে আত্মসমর্পণ করাই হচ্ছে আল্লাহর মনোনীত দ্বীন। (ইমরান, ৮৫
আয়াত)। অর্থাৎ দ্বীনের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে একে একত্ববাদ আর একের অধিক
শেরেকবাদ। দ্বীনের দৃষ্টিভঙ্গির ব্যাপারে কোনো অবস্থায়ই শরিক বা ভাগাভাগি
করা যাবে না। এই মর্মে আল্লাহ বলেন, দ্বীনের ব্যাপারে সকল কিছুই একমাত্র
আল্লাহরই প্রাপ্য। (যুমার, ৩ আয়াত)। তবে দ্বীনের ব্যাপারে যদি কেউ রসূলকে
বাদ দিয়ে একমাত্র আল্ল�
Read more 937
মানব সৃষ্টির রহস্য ও মানুষের সৃষ্টির ইতিহাস নিয়ে এই পর্যালোচনা।
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত। মানুষ সৃষ্টি করার উপাদান ও স্তর
আলোচিত।
মানব সৃষ্টি :
সৃষ্টির সেরা জীব “আশরাফুল মাখলুকাত” মানুষ। মানুষকে আল্লাহ তায়ালা এতটাই মর্যাদা দিয়েছেন যে, প্রথম মানব
আদমকে (আ.) সৃষ্টির পর ফেরেস্তাদের নির্দেশ দেওয়া হয়, তারা যেন তাকে সেজদা
করে। মানুষ এবং জ্বীন জাতি সৃষ্টির পিছনে মহান আল্লাহর উদ্দেশ্য এক এবং
অভিন্ন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِ�
Read more 457
সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজতে বলা হয়েছে আল-কোরআন। সৃষ্টির নিগূঢ় রহস্য যারা সন্ধান করে নিয়ে আসতে পারবে তাদের কাছেই ধরা দেবেন সৃষ্টিকর্তা। মহাগ্রন্থ আল-কুরআনের আল্লাহ বলেন, ‘হে রাসুল, আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কীভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।’ (সুরা আনকাবুত : ২০)এ আয়াতে আল্লাহর সৃষ্টিকর্ম নিয়ে মানুষকে ভাবার কথা বলেছেন। চিন্তার কথা বলেছেন। মানুষকে ভাবতে বলেছেন তার সৃষ্টি নিয়ে।স্রস্টা বলতে কেউ আছেন কি ?
প্রাচীন ধর্ম বিশেষ করে ইয়াহুদি ও খৃষ
Read more 573
আল্লাহ তায়া’লা মহাবিশ্বের সব কিছুকে যে মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন, সব
মাখলুকাতের উপর যাকে মর্যাদা দান করেছেন, তাদেরকে এক মহান উদ্দেশ্য ও
হিকমতের জন্য সৃষ্টি করেছেন। তিনি অনর্থক কাজ হতে পুতঃপবিত্র। আল্লাহ
তায়া’লা বলেনঃ নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের
আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে। যাঁরা দাঁড়িয়ে, বসে, ও
শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন
সৃষ্টির বিষযে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল
পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।
Read more 521